Header

কেউ নেই by tasrif Khan Lyrics kureghar Band

কেউ নেই by tasrif Khan Lyrics 


কেউ নেই by tasrif Khan Lyrics 


Song : Keu Nei Vocal : K M Tasreef Siddiqui Lyric & Tune : K M Tasreef Siddiqui

Lyrics & Chords : কাটা ঘুরে ১২ থেকে ১২ - B সকাল ত হবে আবারও - B (*2) ওলি থেকে গলি শহরে নগরে (G# m) চেচামেচি চিৎকারে সব যায় ভরে (G# m) কেউ নেই৷ (B) কত জন এলো আরও জানি কতজন (E)আসবেই (F#) কেউ নেই আমার(B) কেউ নেই(E) কেউ নেই আমার(F#) কেউ নেই (B) (*2) দুটো পাখি একসাথে বেধেছিল বাসা (B) চোখে নিয়ে স্বপ্ন মনে কত আশা (B) দুটো পাখি একসাথে বেধেছিল বাসা (B) চোখে নিয়ে স্বপ্ন মনে কত আশা (G# m) হালকা বাতাসেই ঘর নরবর (E) এক পাখি ভাবে এই এলো বুঝি ঝড় (F#) একজনে আগ্লায় একজনে হাসে (B) একজনে সংসয়ে উড়ে গেল শেষে (G# m) বোকা পাখি হলো একা আজ তার পাশে(E) কেউ নেই(B) কতজন এলো আরও জানি কতজন আসবেই (F#) কেউ নেই আমার(B) কেউ নেই (E) কেউ নেই আমার(F#) কেউ নেই(B)৷। চেনা মানুষের মুখে নতুন মুখোশ (B) সময়তো বদলায় ওদের কি দোষ? (B) চেনা মানুষের মুখে নতুন মুখোশ (B) সময়তো বদলায় ওদের কি দোষ?(G# m) পার ভেনগে পার হয় ,ওপার ত সুখে রয়(E) আমি আছি খুব আছি এইত পাশে কেউ নেই(F#) কতজন এলো আরও জানি কতজন(E) আসবেই(F#) কেউ নেই আমার(B) কেউ নেই।(E) কেউ নেই আমার কেউ নেই৷(F#)

No comments:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.