Header

চৌচালা টিন ঘর by KM Tasreef Siddiqui lyrics


 চৌচালা টিন ঘর

Lyric :- আমার চৌচালা টিন ঘর বেজায় করছে নড়বড় !! বন্ধু তুমি কোন বা দোষে করলে আমায় পর ? আমার ছোট্ট উঠান খানি সেথায় শুন্য বাতাস জানি কান্দে আজও তোমার লাইগা আমার পরাণ খানি । আমার উথাল পাথাল মন কয় কান্দে সারাক্ষন , তোমার বুকে বসন্ত কাল আমার মরুবন ।। আমার দুঃখ নিশিদিন তুমি বাজাও সুখের বীণ তবু তুমি থাইকো সুখে বন্ধু চিরদিন । আমার চৌচালা টিন ঘর বেজায় করছে নড়বড় !! নদির বুকে যেমন পানা ভাইসা ভাইসা মরে, তেমনি কইরা সারা জাহান খুঁজি গো তমারে । আকাশ পানে যেমন চাতক কাঁটায় যে তার দিন, কেমন কইরা শুধরাইবা মোর ভালবাসার ঋন ?? আমার উথাল পাথাল মন ........। অন্ধকারে হাতরে ফিরি আজও সে হাত খানি, কভু তুমি আসবেনা আর যদিও তা জানি । সুখের নেশায় থাইকো বিভোর রাইখো না আর মনে, থাকল নাহয় একটা মানুষ কষ্টেতে নির্জনে । আমার উঠাল পাথাল মন .........।


Video link- https://youtu.be/aTiA_k-6EIE

Song : Chouchala Tin Ghor Lyric : Hasan Mahmud Tune & Vocal : KM Tasreef Siddiqui Composition : Sahariar Rafat D.O.P : Efty Evan Edit & Color : Efty Evan Direction : KM Tasreef Siddiqui

No comments:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.